নিজস্ব প্রতিবেদক, গাইবান্ধাঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারের শিমুল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলামের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক। আদালতের নির্দেশ মোতাবেক রোববার তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে মহিদুল ওই হত্যা মামলায় হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম আদালতে আত্মসমর্থন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। হত্যা মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধা ইউনিট। আদালত সূত্র জানায়, গত ২২ ডিসেম্বর বগুড়ার আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে মহিদুল ও তার লোকজন একই এলাকার শিমুল নামে এক যুবককে মাইক্রোবাস তুলে অপহরণ করে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকায় বস্তাবন্দী করে ফেলে দিয়ে আসে। পরে স্থানীয় লোকজন শিমুলের লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় শিমুলের ভাই বিহার ইউপি সদস্য রায়হান গোবিন্দগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান মহিদুলকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেন। তিনি জানান, তাঁর ভাই শিমুলকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করতেন, সে কারণে তাঁর ভাই শিমুলকে বেশ কয়েকটি মামলার আসামী হতে হয়। সবশেষ শিমুল চেয়ারম্যান মহিদুলের অপরাধ কর্মকাণ্ড করতে রাজি না হয়ে তার কাছ থেকে সরে আসায় শিমুলকে হত্যা করে।