নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ ৩য় দফায় পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় ১২৩৯৮ ভোট পেয়ে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুর রহমান মানিক, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী লীগ মতিয়ার রহমান মতিন পেয়েছেন ২৩৬৬ ভোট। জগ প্রতীকে ৩৯০২ ভোট পেয়ে ধুনট পৌর মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এজিএম বাদশাহ, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী টিআইএম নূরিন্নবী তারেক নৌকা মার্কায় পেয়েছেন ২৯৩২ ভোট, ধানের শীষ প্রতীকে ৫২৮১ ভোট পেয়ে কাহালু পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুল মান্নান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী হেলাল উদ্দিন কবিরাজ পেয়েছেন ৪২৯০ ভোট। ধানের শীষ প্রতীকে ৬৯৫৯ ভোট পেয়ে গাবতলী পৌরসভার মেয়র পুনঃনির্বাচিত হয়েছেন মোঃ সাইফুল ইসলাম, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী মোঃ মমিনুল হক শিলু পেয়েছেন ৫১১৫ ভোট। নৌকা মার্কায় ৭৬৬৯ ভোট পেয়ে নন্দীগ্রাম পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার শান্ত পেয়েছেন ৬২৩৫ ভোট। বেসরকারি সূত্রে ফলাফলটি পাওয়া গেছে।