নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে জঙ্গি হামিদুর রহমান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া ডিবির একটি চৌকস টিম জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গতকাল সোমবার ওই জঙ্গি বগুড়ার শিবগঞ্জে অবস্থান করার পরপরই ডিবি পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জঙ্গির নাম মোঃ হামিদুর রহমান ওরফে খালেদ মাহমুদ ওরফে আবু তাসফিয়া ওরফে সুমন (৩৯)। সে নরসিংদী জেলার রায়পুরার কাচারিকান্দী গ্রামের মাওলানা মাহমুদুর রহমান এর ছেলে। ডিবির তথ্য মতে, জঙ্গি হামিদুরের হেফাজত থেকে নিষিদ্ধ ঘোষিত ২০টি জিহাদী বই, ২০টি জিহাদি লিফলেট উদ্ধার করা হয়। বইগুলোর কভার পাতায় লেখা ছিল লোন উলফ, আল-আনসার ও হয়তো শরীয়ত-নয়তো শাহাদাত, আমরা কি চাই? উপমহাদেশ ভিত্তিক জিহাদি আন্দোলন, প্রকৃত বাস্তবতা ইত্যাদি। লিফলেটে ছিল পুলিশ শরিয়তের শত্রু, আল-কায়দা ভারতীয় উপমহাদেশ, জিহাদের সাধারণ দিক নির্দেশিকা, শাইখ আইমান আল জাওয়াহিরি ইত্যাদি। পুলিশের তথ্য মতে, আটককৃত জঙ্গি আবু তাসফিয়া আনসার আল ইসলামের দাওয়াতি বিভাগের সক্রিয় সদস্য। দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলা সফর করে। এ জঙ্গিদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তার এনক্রিপটেড মেসেজের মাধ্যমে যোগাযোগ ছিল। তাদের তথ্য মতে, জিজ্ঞাসাবাদে সে জানায়, জঙ্গি কার্যক্রমে জড়িত থাকায় নিজ থানা নরসিংদী জেলার রায়পুরায় এবং নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে দুইটি মামলা আছে। যেকারণে পলাতক থেকে তার জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে সংগঠিত করার লক্ষ্য দাওয়াতি কার্যক্রম ও ধর্মীয় উগ্রবাদ প্রচার করে আসছিল সে। গ্রেফতারের পর বগুড়ার শিবগঞ্জ থানাতেও তার নামে আরেকটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। আদালতে তাকে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করেছে।