কোর্ট রিপোর্টারঃ বগুড়া শহরের কাটনারপাড়া নিবাসী মৃত সোলেমান আলীর স্ত্রী সুকিমন নেছার হেবাবেল এওয়াজ দলিল বাতিলের মামলা ডিসমিস করে দিয়েছেন আদালত। জেলা বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ দোতরফা সূত্রে বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, শুকিমন নেছা বিগত ২৪-০৯-৮৮ তারিখে সূত্রাপুর মৌজার১৩৫৫ ও ১৩৩৮ দাগে ৩৭ শতক জমি তাঁর সাত কন্যা যথাক্রমে ছালেহা খাতুন, সামছুন্নাহার,সুফিয়া,সেলিনা,সৌরিয়া,শামীমা,শারমিন সুলতানাকে ১৫৩৭৮ নং হেবাবেল এওয়াজ দলিল রেজিস্ট্রি করে দেন। উক্ত দলিল বাতিলের দাবীতে শুকিমন নেছা জেলা বগুড়ার ১ম সিনিয়র সহকারী জজ আদালতে ৫০৯/২০০৮ নং অন্য মোকদ্দমা দায়ের করেন। উক্ত মোকদ্দমায় বিবাদীগণ কনটেস্ট করেন। মামলায় সাক্ষ্যগ্রহনসহ যাবতীয় আইনগত বিষয় বিশ্লেষণ করে আদালত দোদরফা সূত্রে অত্র মোকদ্দমা বিবাদীগণের বিরুদ্ধে বিনা খরচায় ডিসমিসের আদেশ দেন।