নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ তৃতীয় ধাপে পৌর নির্বাচনে বগুড়ার ৫ পৌরসভায় নৌকার প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তাদের নাম ঘোষনা করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বগুড়া জেলার ধুনট পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, শিবগঞ্জ পৌরসভায় মনোনয়ন পেয়েছেন জেলা আ’লীগের সদস্য, বর্তমান মেয়র তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোমিনুল হক (শিলু), কাহালু পৌরসভায় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম পৌরসভায় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আনিছুর রহমান।