নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া সদরের শাখারিয়ার নামাবালা গ্রামে বুধবার নীলা নামে ১২ বছর বয়সের এক কন্যা শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই শিশুর পিতা মাতা অভিযোগ করেছেন, তারা স্বামী-স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের মেয়েকে হত্যা করে লাশ জানালার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। অভিযোগ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। নিহত নীলার পারিবারিক সূত্রে জানা যায়, তাদের গ্রামের বাড়ি সোনাতলা উপজেলার চরপাড়া গ্রামে। পারিবারিক অবস্থা ভাল না হওয়ায় কাজের সন্ধানে নীলার মা সুলতানা বেগম তাদের শিশু কন্যা নীলাকে নিয়ে দুই বছর আগে বগুড়া সদরের শাখারিয়া নামাবালার নুরনবী হাজীর বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। নীলার বাবা লিটন সরদার চরপাড়াতেই থাকেন। মাঝে মাঝে স্ত্রী সন্তানের কাছে আসতেন। সংসার চালানোর জন্য ওই শিশুর মা সুলতানা বেগম পাশ্ববর্তী একটি ঢালাই ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ নেন। প্রতিদিনের মতো বুধবার ওই শিশু কন্যা নীলাকে বাসায় রেখে তার মা কাজে যান। বিকেলে খবর পান, তাদের ভাড়া বাসায় নীলার লাশ জানালার সাথে ঝুলছে। দ্রুত বাসায় এসে দেখতে পান জানালার সাথে কাপড় দিয়ে ঝুলিয়ে রাখা হলেও শিশুটির অর্ধেক দেহই খাটের উপরে। ঘরের মুল দরজা খোলা এবং টেলিভিশনের সাউন্ড বেশি দেয়া ছিল। এতে নীলার মায়ের সন্দেহ হয় অজ্ঞাত দূর্বৃত্তরা তার শিশু কন্যা নীলাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়া সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) আব্দুল গফুর শেখ জানান, ময়না তদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।