বগুড়া থেকে মাহফুজ মন্ডল: আজ শনিবার অক্টোবর শনিবার সকালে সারিয়াকান্দী উপজেলার হাটশেরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অগ্রণী ব্যাংক লিমিটেড বগুড়া অঞ্চল কর্তৃক দেড় সহ¯্রাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিবতরণ করা হয়। স্থানীয় চালুয়াবাড়ী ও হাটশেরপুর ইউনিয়ন এবং সারিয়াকান্দী ইউনিয়নের দিঘলকান্দী গ্রামের বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্য ছিল এক কেজি চাল, এক কেজি আটা, এক কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, এক লিটার ভোজ্য তেল, এবং আধা কেজি পিঁয়াজ। স্থানীয় হাইস্কুল মাঠে অগ্রণী ব্যাংক বগুড়া অঞ্চল প্রধান উপ-মহাব্যবস্থাপক শেখ আকরাম উদ্দীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সদস্য ড: মো: ফরজ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-পুলিশ কমিশনার বন্দর নগরী চট্রগ্রাম মো: হামিদুল আলম মিলন, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম, এবং রংপুর সার্কেলের মহা ব্যবস্থাপক মো: শামিম উদ্দিন আহম্মেদ, স্থানীয় আওয়ামী লীগ সভাপতি এফাজ উদ্দিন। আরো উপস্থিথ ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী মহা ব্যবস্থাপক মো: বজলুর রশিদ, বগুড়া অঞ্চলের ৩০টি শাখার শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।