নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া শহরের চেলোপাড়ার সোনালী ফ্লাওয়ার মিলের জেনারেল ম্যানেজার মোস্তফা আল মামুন (৫৬) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ফ্লাওয়ার মিলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মোস্তফা আল মামুন চেলোপাড়ার সারিকান্দী বাসস্ট্যান্ডের এলাকার মৃত ছইমুদ্দিন মন্ডলের ছেলে। তিনি দুই যুগেরও বেশি সময় ধরে এই মিলে চাকরি করছিলেন বলে জানা যায়। সোনালী ফ্লাওয়ার মিলের ম্যানেজিং ডাইরেক্টর মৃত রাজ কুমার বিহানীর ছেলে বিজয় কুমার বিহানী জানান, তার ফ্যাক্টরির ম্যানেজার মোস্তফা আল মামুনের সাথে তিনি কিংবা তার কোম্পানির কোন কর্মকর্তা এবং কর্মচারীর খারাপ সম্পর্ক ছিল না। আজ বিকেলে বাড়ি থেকে অফিসে আসার পর তাঁকে খুঁজে না পাওয়ায় অফিসের দক্ষিণ পাশ্বের কক্ষের দরজা ভেঙে দেখা যায় লোহার গ্রীলের সাথে তার লাশ ঝুলছে। তখন তাঁকে বাঁচাতে দ্রুত গলায় ফাঁস দেয়া কাপড় কেটে দেয়া হয়। পরে দেখা যায় আগেই তিনি মারা গেছেন। বিষয়টি পুলিশকে অবহিত করলে বগুড়া সদর সার্কেলের সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার ওসি এসএম বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। বিজয় কুমার বিহানীর ধারনা মামুন পারিবারিক কারনে আত্মহত্যা করতে পারেন। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ওই কোম্পানির সিসিটিভির রেকর্ড হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আল মামুন মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। তবে মৃত আল মামুনের পরিবারের কেউ কেউ তাঁর মৃত্যুকে রহস্যজনক মৃত্যু বলে দাবী করে বলেছেন, লাশের শার্টের কলারে কিংবা গলায় কোন দাগ দেখা যায়নি। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন।