নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ বগুড়া জেলা জজ আদালতের তিনজন আইনজীবীর পর অদৃশ্য শত্রু করোনা ভাইরাস হানা দিয়েছে বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ এ কর্মরত স্ট্যানোগ্রাফার মোঃ আব্দুর রউফ। গত কয়েকদিন ধরে তিনি সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। ৯ জুন মঙলবার তিনি বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষা করান। নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এখবর পেয়ে আজ বুধবার থেকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ এর সকল কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি দিয়ে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। জেলা বগুড়ার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০১ এর ভার্চুয়াল আদালতের সকল কার্যক্রম জুডিয়াল ০২ এর উপর অর্পণ করা হয়েছে।