নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দিতে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় গোলাম রব্বানী বাবুল (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার সকালে করোনার নমুনা পরীক্ষার জন্য হাসাপাতালে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মৃত গোলাম রব্বানী বাবুল (৫৫) বগুড়া শহরের নারুলী এলাকার বাসিন্দা। মৃত বাবুলের
বড় ভাই আব্দুর রউফ বাদশা জানান, শনিবার সকাল ৬টায় গোলাম রব্বানীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক শ্বাসকষ্টের রোগী শুনে তাকে ভর্তি না নিয়ে এক্স-রে করাতে বলেন।
সকাল ৯টা পর্যন্ত অপেক্ষা করে এক্স-রে করানোর পর বলা হয় করোনা নমুনা পরীক্ষা করতে হবে। এরপর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা অবস্থায় তিনি মারা যান। তবে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, জরুরি বিভাগে ওই রোগীকে দেখার পর এক্স-রে করানো হয়েছে। পরে করোনা নমুনা পরীক্ষার আগেই তিনি মারা যান।