নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া বার সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। অ্যাডভোকেট কামাল উদ্দিন বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কালশীমাটি গ্রামের মরহুম আছর উদ্দিন মন্ডলের ছেলে। মৃতকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম কামাল উদ্দিনের বড় ছেলে এনএমকে হাসান ঢাকায় সাংবাদিকতা পেশার সাথে জড়িত এবং ছোট ছেলে মোঃ রেজওয়ানুল হাসান নিলয় ঢাকা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা যায় অ্যাডভোকেট কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধী ক্যান্সার রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে গ্রামের বাড়ি শেরপুর উপজেলার কালশীমাটি গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হয়।