নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ এখন থেকে স্বল্প খরচে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল ঠেঙ্গামারা বগুড়ায় স্থাপিত পিসিআর ল্যাবে কভিড ১৯ করোনা ভাইরাস পরীক্ষা করা যাবে। আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড, হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী, সদর ইউএনও মোঃ আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন মিশু, টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান প্রমূখ। মাল্টিমিডিয়ার মাধ্যমে পিসিআর ল্যাব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল। উল্লেখ্য, এই ল্যাবে পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস সনাক্ত করা যাবে। উত্তরবঙ্গে প্রথম সরকারের অনুমতি নিয়ে বেসরকারীভাবে টিএমএসএস এর উদ্যোগে করোনা পরীক্ষার পিসিআর ল্যাব স্থাপন করা হলো।।